• ২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ , ২২শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

আ.লীগের মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার বুধবার

admin
প্রকাশিত ডিসেম্বর ১০, ২০১৬
আ.লীগের মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার বুধবার

আওয়ামী লীগের মনোনয়ন ফরম জমা দেয়ার সময়সীমা শেষ হচ্ছে আজ সোমবার সন্ধ্যা ৬টায়। এদিকে বুধবার (১৪ নভেম্বর) বেলা ১১টায় দলটির মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে বলেন জানান দলের দপ্তর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ।

তিনি জানান, আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে দলটির সংসদীয় বোর্ড এ সাক্ষাৎকার নেবেন। এতে সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এ প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, ‘আজকে (সোমবার) মনোনয়ন ফরম বিক্রি এবং জমা দেওয়ার শেষ দিন। আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত মনোনয়ন জমা নেওয়া হবে। বুধবার থেকে মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার নেওয়া হবে। সাক্ষাৎকার অনুষ্ঠানে সভানেত্রী শেখ হাসিনা উপস্থিত থাকবেন। তিনি মনোনয়ন প্রত্যাশীদের সরাসরি ইন্টারভিউ করবেন।’

এসময় মনোনয়ন প্রত্যাশীদের উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ।