• ১৮ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ , ২০শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

মৌলভীবাজারে ছাত্রলীগ নেতা সুমন হত্যাকান্ডের ঘটনায়  কলেজ ছাত্রীসহ ৫ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের 

admin
প্রকাশিত ডিসেম্বর ১০, ২০১৬
মৌলভীবাজার প্রতিনিধি: 
গত ৭ ডিসেম্বর  মৌলভীবাজারের চাঁদনীঘাটে ছাত্রলীগ নেতা সুমন আহমদ হত্যাকান্ডের ঘটনায় কলেজ ছাত্রীসহ ৫ জনের বিরুদ্ধে মৌলভীবাজার সদর থানায় হত্যা মামলা দায়ের করেছেন নিহতের মা জাহানারা বেগম। তিনি সইয়ারপুর এলাকার মৃত ইসকন্দর আলীর স্ত্রী। মামলা নং -৩৮,তারিখ -০৮/১২/২০১৬ ইং। মামলার এজাহার ভূক্ত আসামীরা হলেন কুলাউড়ার কানেহাত গ্রামের আব্দুল খালিক তালুকদারের পুত্র আমিনুল ইসলাম তালুকদার, মৌলভীবাজার সরকারী কলেজের ছাত্রী সামরিয়া খালিক তালুকদার, রাজনগর উপজেলার টেংরা বাজারের বজলু খানের ছেলে লিটন খান, জগন্নাথপুর গ্রামের শিমুলতলা গ্রামের আরজু মিয়ার ছেলে শফিক মিয়া। আসামীদের গ্রেফতারে মৌলভীবাজার  সদর থানা পুলিশ চারিদিকে অভিযান অব্যাহত রেখেছে। মামলার বাদীনি জাহানারা বেগম মামলার এজাহারে উল্লেখ করেন, আসামীরা পূর্ব পরিকল্পনায় তার ছেলেকে গুলি করে  হত্যা করেছে। তিনি মামলার ২নং আসামী কলেজ ছাত্রী সামরিয়া খালিকের কথা উল্লেখ করে বলেন,তার সাথে সুমনের বন্ধু আসাদুজ্জামান রনির প্রেম ভালবাসা নিয়ে পূর্ব থেকে বিরোধ চলছে। এ বিষয় নিয়ে সামরিয়া খালিকের বড় ভাই মামলার প্রধান আসামী আমিনুল মেনে নিতে পারেনি। আর এ কারণেই আমিনুল ও তার সাথে থাকা অন্যান্য আসামীরা রনিকে হত্যা করতে এসে সুমনকে গুলি করে রাস্তায় ফেলে যায়। তিনি মামলার আসামীদের তড়িৎ গ্রেফতারে আইন শৃংঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আকুল আবেদন জানান।