• ২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ , ২২শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

স্ত্রী আওয়ামী লীগের এমপি, নারায়ণগঞ্জের এসপি প্রত্যাহার

admin
প্রকাশিত নভেম্বর ২৯, ২০১৮
স্ত্রী আওয়ামী লীগের এমপি, নারায়ণগঞ্জের এসপি প্রত্যাহার

নারায়ণগঞ্জের পুলিশ সুপার আনিসুর রহমানকে প্রত্যাহার করেছে নির্বাচন কমিশন (ইসি)। ২০ দলীয় জোটের অভিযোগের পরিপ্রেক্ষিতে বুধবার তাকে প্রত্যাহার করা হয়। তার প্রত্যাহার-সংক্রান্ত আদেশ স্বরাষ্ট্র ও জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। চলতি বছরের আগস্টে নারায়ণগঞ্জে এসপি হিসেবে যোগ দেন আনিসুর রহমান।।

২৫ নভেম্বর আনিসুর রহমানের ব্যাপারে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ করে ২০ দলীয় জোট। অভিযোগের পর জোটের পক্ষ থেকে এলডিপি চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ বলেন, ‘নারায়ণগঞ্জের এসপির স্ত্রী বেগম ফাতেমাতুজ্জহুরা আওয়ামী লীগের বর্তমান এমপি। এ অবস্থায় ইচ্ছা থাকা সত্ত্বেও তার পক্ষে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করা সম্ভব নয়।’

ফাতেমাতুজ্জহুরা সংরক্ষিত মহিলা-২১ আসনের বর্তমান এমপি। এর আগে মুন্সীগঞ্জের লৌহজং ও রংপুরের মিঠাপুকুর থানার ওসিকে প্রত্যাহারের নির্দেশ দেয় ইসি।