• ২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ , ২২শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

ইনফেকশন কমলেও এরশাদের অবস্থা আশঙ্কাজনক: জিএম কাদের

admin
প্রকাশিত জুলাই ১২, ২০১৯
ইনফেকশন কমলেও এরশাদের অবস্থা আশঙ্কাজনক: জিএম কাদের

বাংলার আলো ডেস্ক ::::::::  জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে আবারও জানালেন তার ভাই ও পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিএম কাদের।

শুক্রবার (১২ জুলাই) দুপুরে চেয়ারম্যানের বনানী অফিসে এরশাদের সর্বশেষ শারীরিক অবস্থা সম্পর্কে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

জিএম কাদের বলেন, এরশাদের শরীরের কোনও অঙ্গই ঠিক মতো কাজ করছে না। সব অঙ্গ কৃত্রিমভাবে চলছে। তবে রক্তে যে ইনফেকশন ছিল তা কমে গেছে।

তিনি বলেন, শুক্রবার সকাল সোয়া ১০টায় সম্মিলিত সামরিক হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন তার অবস্থা আশঙ্কাজনক। তবে অবস্থার উন্নতি না হওয়া পর্যন্ত চিকিৎসকরা চেষ্টা চালিয়ে যাবেন।

এরশাদকে চিকিৎসার জন্য বিদেশে নেয়ার ব্যাপারে সাংবাদিকরা জানতে চাইলে জিএম কাদের বলেন, শারীরিক অবস্থা বিবেচনায় নিয়ে তাকে বিদেশ নেয়া সম্ভব না। সম্মিলিত সামরিক হাসপাতালে বিশ্বমানের চিকিৎসা হচ্ছে।

তিনি বলেন, ডায়ালাইসিসের মাধ্যমে তার রক্তের বর্জ্য অপসারণ করা হচ্ছে। তার লিভার এখনও পুরোপুরি কাজ করছে না। প্রয়োজন মতো তার শরীরে রক্ত এবং রক্তের বিভিন্ন উপাদান দেয়া হচ্ছে।