• ১৮ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ , ২০শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

সুনামগঞ্জে বন্যাকবলিত ৬০০ পরিবারে শুকনো খাবার বিতরণ

admin
প্রকাশিত জুলাই ১৩, ২০১৯
সুনামগঞ্জে বন্যাকবলিত ৬০০ পরিবারে শুকনো খাবার বিতরণ

বাংলার আলো ডেস্ক :::::::: সুনামগঞ্জের তাহিরপুরে বন্যা কবলিত ৬০০ পরিবারের মধ্যে ত্রাণ সহায়তা হিসাবে শুকনো খাবার বিতরণ করেন পুলিশ সুপার।

শুক্রবার (১২ জুলাই) টানা বর্ষণে পাহাড়ি ঢলে বন্যা কবলিত হাওর তীরবর্তী ও সীমান্ত জনপদের গ্রামে গ্রামে সুনামগঞ্জ জেলা পুলিশের মানবিক উদ্যোগে শুকনা খাবার বিতরণ করা হয়।

জেলা পুলিশ সুপার সকাল থেকে বিকেল পর্যন্ত বিভিন্ন গ্রামের লোকজনের মধ্যে বাড়ি বাড়ি গিয়ে নৌকাযোগে এসব শুকনো খাবার বিতরণ করেন।

উল্লেখ্য, উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও টানা সাতদিনের প্রবল বৃষ্টিপাতের কারণে সীমান্ত নদী এবং পাহাড়িছড়া ভেদ করে ঢলের পানি ঢুকে বন্যাকবলিত হয়ে একের পর এক পানিবন্দি করে ফেলে উপজেলার উজান ও নিম্নাঞ্চলের গ্রামীণ জনপদগুলোকে।

যে কারণে গ্রামীণ হাটবাজারগুলোতে গত চারদিন ধরে প্রায় ৩ থেকে ৪ ফুট সমপরিমাণ ঢলের পানি প্রবেশ করায় দোকানপাঠ বন্ধ করে দেন ব্যবসায়ীরা।

অন্যদিকে বিভিন্ন গ্রামীণ বসতিতে ঢলের পানি ঢুকে পড়ায় কোনো কোনো পরিবারে গত কয়েকদিন অবধি চুলো জ্বালানো সম্ভব হয়নি। ফলে বন্যাকবলিত পানিবন্দি পরিবারগুলোতে দেখা দেয় শুকনো খাবারের তীব্র সংকট।

এ অবস্থায় সুনামগঞ্জ পুলিশ সুপার মো. বরকতুল্লাহ খান তাহিরপুরের টাঙ্গুয়ার হাওর তীরবর্তী জয়পুর, মন্দিয়াতা, গোলাবাড়ি, কামালপুর, ছিলানী তাহিরপুর, ইসলামপুর, জামালপুর, দুধের আউডা, বালিয়াঘাট, সীমান্তবর্তী লাকমা, বড়ছড়া, ট্যাকেরঘাট চুনাপাথর খনি প্রকল্পে বন্যা কবলিত ৬০০ শতাধিক পরিবারের লোকজনের মধ্যে শুকনো খাবারের ব্যাগ তুলে দেন।

এসব শুকনো খাবারের মধ্যে রয়েছে ২ কেজি চাল, ২ কেজি চিড়া ,১ কেজি ডাল, ১ কেজি গুড়, ১ লিটার সয়াবিন তৈল।

শুক্রবার বিকেলে উপজেলার ট্যাকেরঘাট চুনাপাথর খনি প্রকল্পে বন্যাকবলিত সীমান্ত জনপদের হতদরিদ্র পরিবারের লোকজনের মধ্যে ত্রাণ সহায়তা বিতরণকালে সুনামগঞ্জ পুলিশ সুপার মো. বরকতুল্লাহ খান বন্যাকবলিত তাহিরপুরসহ গোটা জেলায় বন্যাকবলিত হতদরিদ্র পরিবারগুলোর পাশে সার্বিক সহযোগিতার জন্য সমাজের বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, ব্যবসায়ী সংগঠন, দানশীল, বিত্তবান ব্যক্তিবর্গসহ সকল শ্রেণিপেশার লোকজনকে আহবান জানান।

ত্রাণ সহায়তা বিতরণকালে তাহিরপুর থানার ওসি মো.আতিকুর রহমান, জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ওসি কাজী মুক্তাদির হোসেন, ডিআইও-টু আব্দুল লতিফ, দৈনিক যুগান্তরের স্টাফ রিপোর্টার, দি বাংলাদেশ টুডের সুনামগঞ্জ প্রতিনিধি হাবিব সরোয়ার আজাদ, বাদাঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মো. আমির উদ্দিন, ট্যাকেরঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ এএসআই মো. কবির হোসেন, স্থানীয় জনপ্রতিনিধি, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, সুশীল সমাজের নেতৃবৃন্দ, গণমাধ্যকর্মীগণ প্রমুখ উপস্থিত ছিলেন।