• ২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ , ২২শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

পুনেতে সড়ক দুর্ঘটনায় নিহত ৯

admin
প্রকাশিত জুলাই ২০, ২০১৯
পুনেতে সড়ক দুর্ঘটনায় নিহত ৯

বাংলার আলো ডেস্ক :::::::: ভারতের পুনে-সোলাপুর মহাসড়কে একটি ‍গাড়ির সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সংঘর্ষে গাড়িতে থাকা নয় আরোহীর মৃত্যু হয়েছে।

শুক্রবার মধ্যরাতের পর (রাতে দেড়টার দিকে) পুনে সিটি থেকে ২০ কিলোমিটার দূরে কাদামওয়াক ওয়াস্তির কাছে মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

এনডিটিভি এক খবরে বিষয়টি নিশ্চিত করেছে।

লনি কালভোর থানার এক কর্মকর্তা জানান, দুর্ঘটনায় নিহতরা রাইঘর থেকে সোলাপুর হয়ে নিজেদের শহর ইয়াভাটে ফিরছিলেন। সবাই ঘটনাস্থলেই মারা যান। মৃতদেহগুলো ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং দুর্ঘটনার কারণ খুঁজে বের করতে তদন্ত শুরু হয়েছে।