
বাংলার আলো ডেস্ক :::::::: ঘুষ কেলেঙ্কারির মামলায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) বরখাস্ত হওয়া পরিচালক খন্দকার এনামুল বাছিরকে আদালতে হাজির করা হয়েছে।
মঙ্গলবার (২৩ জুলাই) দুপুর ১টা ৫৫ মিনিটে বিশেষ নিরাপত্তা দিয়ে তাকে ঢাকা মহানগর দায়রা জজ আদালতে হাজির করা হয়।
দুপুর আড়াইটার দিকে শুনানি হওয়ার কথা রয়েছে।
সোমবার (২২ জুলাই) রাত ১০টা ২০ মিনিটের দিকে দারুস সালামের লালকুঠি এলাকায় এক আত্মীয়ের বাসা থেকে বাছিরকে গ্রেপ্তার করে দুদক।
রোববার (২১ জুলাই) ঘুষ কেলেঙ্কারি মামলায় ডিআইজি মিজানকে গ্রেপ্তার দেখানো হয়।
প্রসঙ্গত, ৪০ লাখ টাকা ঘুষ লেনদেনের ঘটনায় বাছিরসহ ডিআইজি মিজানুর রহমানের বিরুদ্ধে ১৬ জুলাই মামলা করা হয়। ফরেনসিক পরীক্ষায় ঘুষ লেনদেন নিয়ে তাদের কথোপকথনের অডিওর সত্যতা পাওয়ার পর তাদের বিরুদ্ধে এ মামলা করা হয়।
মামলার এজাহারে থেকে জানা যায়, বাছির নিজে আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য ডিআইজি মিজানের কাছ থেকে ৪০ লাখ টাকা ঘুষ নিয়েছেন। মিজান দুর্নীতির অভিযোগ থেকে নিষ্কৃতি পাওয়ার জন্য বাছির ঘুষ দিয়েছেন। আর এসব করে দুজনই দণ্ডবিধির ১৬২/১৬৫ (ক)/১০৯ ধারাসহ দুর্নীতি প্রতিরোধ আইন ১৯৪৭ এর ৫ (২) ধারা এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইন ২০১২ এর ৪ (২)(৩) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছেন।