• ১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ , ২১শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

মাধবপুরে ভোট কেন্দ্রে মারামারি, ১৫দিনের কারাদন্ড

admin
প্রকাশিত জুলাই ২৫, ২০১৯
মাধবপুরে ভোট কেন্দ্রে মারামারি, ১৫দিনের কারাদন্ড

বাংলার আলো ডেস্ক ::::::::  হবিগঞ্জের মাধবপুর উপজেলার আন্দিউড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে উপনির্বাচনে বারোচন্দুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। আইনশৃঙ্খলার অবনিতি ও আচরণবিধি লঙ্গনের দায়ে একজনকে ১৫ দিনের কারাদন্ড দিয়েছে ভ্রামমান আদালত।

বৃহস্পতিবার (২৫ জুলাই) দুপুর ২টার দিকে ওই কেন্দ্রের বাইরে লাঙল প্রতীকের প্রার্থী ফকির কাউছার ও নৌকা প্রতীকের প্রার্থী মোঃ সামছু মিয়ার সমর্থকদের মধ্যে এঘটনা ঘটে। সময় আইনশৃঙ্খলা অবনিতি ও আচরণবিধি লঙ্গনের দায়ে আন্দিউড়া ইউনিয়নের বার চান্দুরা গ্রামে আব্দুল ওয়াহিদ এর ছেলে সেলিম মিয়া(২০)কে আটক করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি)মতিউর রহমান। আটক সেলিম মিয়া কে ১৫দিনের কারাদন্ড প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

তাৎক্ষণিক পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

উপজেলা রিটার্নিং কর্মকর্তা মনিরুজ্জামান জানান, কেন্দ্রের বাইরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে। তবে ভোটগ্রহণের কোন অসুবিধা হয়নি।