
বাংলার আলো ডেস্ক :::::::: পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের প্রধান শহর কোয়েটায় একটি থানার সামনে বিস্ফোরণে দুই পুলিশসহ পাঁচজন নিহত হয়েছেন।
মঙ্গলবার রাতের এ ঘটনায় আরও ২৭ জন আহত হয়েছেন বলে পুলিশের বরাত দিয়ে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
কোয়েটার পুলিশ প্রধান আব্দুল রাজ্জাক চীমা জানান, কোয়েটার ব্যস্ত বিপণিবিতান এলাকার একটি থানার সমানে পার্ক করে রাখা পুলিশের ভ্যান লক্ষ্য করে মোটরসাইকেলে পেতে রাখা বোমার বিস্ফোরণ ঘটানো হয়।
রয়টার্সকে তিনি বলেন, দুই পুলিশসহ পাঁচ জন নিহত হয়েছেন।
আহতদের মধ্যে দুই জন নারী ও একটি শিশু রয়েছে বলে জানিয়েছেন তিনি।
এর আগে গত সপ্তাহের মঙ্গলবার কোয়েটার এক দোকানের সামনে মোটরসাইকেলে পেতে রাখা আরেকটি বোমা বিস্ফোরণে দুইজন নিহত ও ১৬ জন আহত হয়েছিলেন।
আফগানিস্তান ও ইরানের সীমান্তবর্তী বেলুচিস্তানে প্রায়ই প্রাণঘাতী সহিংসতার ঘটনা ঘটে থাকে।