
বাংলার আলো ডেস্ক ::::::::ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আরও একজনের মৃত্যু হয়েছে।
বুধবার (৭ আগস্ট) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এ নিয়ে ঢামেক হাসপাতালে এ পর্যন্ত ডেঙ্গু জ্বরে মারা যাওয়া মানুষের সংখ্যা ১৮ হলো।
মারা যাওয়া রোগীর নাম আওলাদ হোসেন (৩২)। তিনি মুন্সিগঞ্জ সদরের তোফাজ্জল হোসেনের ছেলে।
মঙ্গলবার রাত আড়াইটার দিকে আওলাদকে ঢামেকে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় আজ বুধবার ভোরে তার মৃত্যু হয়।
আওলাদ হোসেনের মামা আক্তার হোসেন বলেন, ৩-৪ দিন ধরে জ্বরে ভুগছিলেন আওলাদ। গতকাল শরীর খুব খারাপ হওয়ায় এখানে নিয়ে আসি।
ঢামেক হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) নাছির উদ্দিন এ তথ্যের সত্যতা নিশ্চিত করেন।
৬ আগস্ট মঙ্গলবার ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ঢামেক হাসপাতালে তিনজনের মৃত্যু হয়।