• ১১ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৮শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ , ১৩ই শাওয়াল, ১৪৪৬ হিজরি

স্ত্রী মাদকাসক্ত স্বামীর ছুরিকাঘাতে গুরুতর আহত স্ত্রী

admin
প্রকাশিত আগস্ট ৮, ২০১৯
স্ত্রী মাদকাসক্ত স্বামীর ছুরিকাঘাতে গুরুতর আহত স্ত্রী

বাংলার আলো ডেস্ক :::::::: হবিগঞ্জের মাধবপুরে স্ত্রীকে ছুরিকাঘাতে গুরুতর আহত করেছে এক মাদকাসক্ত স্বামী।

বুধবার (৭ আগস্ট) গভীর রাতে শহরের ফায়ার সার্ভিস এলাকায় এই ঘটনা ঘটে।

হামলাকারী মুশাহিদ মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আশঙ্কাজনক অবস্থায় আহত নারী মনি বেগম (২২) কে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) গোলাম দস্তগীর আহমেদ জানান, ওই এলাকার বাসিন্দা মুশাহিদ মাদকাসক্ত ও বিভিন্ন মামলার পলাতক আসামি। স্ত্রী মনি বেগমের সাথে মুশাহিদের পারিবারিক কলহ চলে আসছিল। এর জের ধরে বুধবার দিবাগত গভীর রাতে মনির বুকে ও পেটে ছুরি দিয়ে তিনটি আঘাত করে মুশাহিদ। পরে স্থানীয়রা আহত অবস্থায় তাকে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।

ওসি আরও জানান, ঘটনার পর পুলিশ মুশাহিদকে গ্রেপ্তার করেছে। বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতে সোপর্দ করলে আদালত তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।