
বাংলার আলো ডেস্ক :::::::: হবিগঞ্জের মাধবপুর উপজেলার সাহেবনগর এলাকা থেকে ৩৯০ পিস ইয়াবাসহ এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি)।
শনিবার (১০ আগস্ট) ভোর রাতে উপজেলার চৌমুহনী ইউনিয়নের সাহেবনগর এলাকা থেকে মনতলা সীমান্ত ফাঁড়ির সুবেদার দেলোয়ার হোসেনের নেতৃত্বে বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে ৩৯০ পিস ইয়াবাসহ উপজেলার কমলপুর গ্রামের আ. শহিদের ছেলে আনোয়ার হোসেন (২৫) কে আটক করে।
বিজিবি-৫৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল এম জাহিদুর রশীদ পিএসসি অভিযানের সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃত যুবকের বিরুদ্ধে মাধবপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।