
বাংলার আলো ডেস্ক :::::::: ভারতের একটি মন্দিরে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ঘটনাস্থলেই দুই জন নিহত হয়েছেন। রোববার (২৫ আগস্ট) সন্ধ্যায় দেশটির তামিলনাড়ু রাজ্যের কাঞ্চিপুরম জেলার তিরুপোরুরের কাছে গঙ্গাই আম্মান মন্দিরে এ ঘটনা ঘটে। এতে পাঁচজন আহত হন।মন্দির চত্বরে পড়ে থাকা একটি কৌটো খুলতেই বিস্ফোরণটি হয় বলে জানিয়েছে প্রশাসন।
মন্দিরের মধ্যে থাকা একটি পুকুর পাড়ে একটি কৌটো পড়েছিল বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন৷ জনা কয়েক ব্যক্তি কৌতুহলবশত সেই কৌটোটি খুলতে যায়৷ তারপরই বিস্ফোরণ হয়। বিস্ফোরণের ধরন দেখে পুলিশের অনুমান সেটি আইইডি বিস্ফোরণ৷ কাঞ্চিপুরমের পুলিশ সুপার জানিয়েছেন, যে ধরনের বিস্ফোরক ভারতীয় সেনা ব্যবহার করে, সেই ধরনের বিস্ফোরক এই ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে।
মৃত ও আহতদের নাম পরিচয় প্রকাশ করেছে পুলিশ৷ ২২ বছর বয়সি সূর্যের মৃত্যু হয়েছে৷ এছাড়াও আহত হয়েছেন জয়রাম (২৮), দিলিপান (২৫), যুবরাজ (২৫) ও থিরুমল (২২)৷ বিস্ফোরণের পর ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করতে যায় ফরেনসিক দল।
প্রসঙ্গত, কাশ্মীরের ওপর থেকে বিশেষ মর্যাদা প্রত্যাহারের পর ভারতের বিভিন্ন স্থানে জঙ্গি হামলার সম্ভাবনা বেড়ে গেছে বলে স্থানীয় গোয়েন্দা কর্মকর্তারা রিপোর্ট দিয়েছেন। প্রায় প্রতিদিনই ভারতীয় সংবাদ মাধ্যমগুলো দেশের বিভিন্ন অংশে পাকিস্তান থেকে জঙ্গি অনুপ্রবেশ করছে বলে খবর দিচ্ছে।
গত বৃহস্পতিবার রাতে পাঁচ পাকিস্তানি ও এক শ্রীলঙ্কান জঙ্গি দল তামিলনাড়ুর কোয়েম্বাটুর এলাকায় প্রবেশ করেছে বলে খবর দিয়েছিল সংবাদ মাধ্যমগুলো। এই জঙ্গি অনুপ্রবেশের জের ধরে কোয়েম্বাটুরে রেড এলার্ট জারি এবং রাজ্যের সব পুলিশ কমিশনার এবং প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তাদের সতর্ক করে দেওয়া হয়েছিলো।