• ২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ , ২২শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

সিলেটে অনলাইনে ‘প্রতারণা’: র‍্যাবের মামলা

admin
প্রকাশিত আগস্ট ২৭, ২০১৯
সিলেটে অনলাইনে ‘প্রতারণা’: র‍্যাবের মামলা

বাংলার আলো ডেস্ক :::::::: সিলেটে অনলাইনের মাধ্যমে প্রতারণার অভিযোগে নগরীর জিন্দাবাজার এলাকা থেকে আটক হওয়া মো. হেলাল আহমদ সবুজ নামে প্রতারণার মামলা দায়ের করা হয়েছে সিলেটের কোতোয়ালি মডেল থানায়।

মঙ্গলবার (২৭ আগস্ট) দুপুরে তাকে কোতোয়ালী থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৯)। পরে তার র‍্যাব-৯ বাদী হয়ে তার বিরুদ্ধে মামলা দায়ের করে।

এর আগে অনলাইনের মাধ্যমে ছয়মাসে দ্বিগুণ লাভের প্রলোভন দেখানোর অভিযোগে সোমবার (২৬ আগস্ট) রাতে জিন্দাবাজারের ব্লু ওয়াটার শপিং সিটির ৭ম তলায় অবস্থিত আমার বাজার লিমিটেড নামক একটি প্রতিষ্ঠান থেকে আটক করা হয় মো. হেলাল আহমদ সবুজকে।

পরে জিজ্ঞাসাবাদ শেষে সবুজকে কোতোয়ালী থানা পুলিশের কাছে হস্তান্তর করে র‍্যাব-৯। আটক হেলাল আহমদ সবুজ সিলেটের গোয়াইনঘাট উপজেলার ফতেহপুর ইউনিয়নের লামা মশখেড় গ্রামের মর্তুজ আলীর ছেলে।

মামলার বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মিয়া বলেন, জড়িতদের বিরুদ্ধে ৪২০ ধারায় প্রতারণার মামলা করা হয়েছে। বিকালে তাদেরকে আদালতে পাঠানো হবে বলেও জানান তিনি।