• ৪ঠা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ২১শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ , ৬ই শাওয়াল, ১৪৪৬ হিজরি

চট্টগ্রামে ডেঙ্গুতে এক ব্যক্তির মৃত্যু

admin
প্রকাশিত আগস্ট ৩১, ২০১৯
চট্টগ্রামে ডেঙ্গুতে এক ব্যক্তির মৃত্যু

বাংলার আলো ডেস্ক :::::::: চট্টগ্রাম নগরীর বেসরকারি হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

শনিবার (৩১ আগস্ট) ভোর ৫টার দিকে পার্কভিউ হাসপাতালে বাদশা মোল্লা (৫৬) নামে ওই রোগী মারা যান।

চট্টগ্রামের সিভিল সার্জন ডা. আজিজুর রহমান সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করেছেন।

বাদশা মোল্লা চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সলিমপুর এলাকার বাসিন্দা। তিনি ২০ আগস্ট অসুস্থতা নিয়ে চট্টগ্রাম ডায়াবেটিক হাসপাতালে ভর্তি হয়েছিলেন। পরে ২২ আগস্ট তাকে পাঁচলাইশের পার্ক ভিউ হাসপাতালে স্থানান্তর করা হয়।

সিভিল সার্জন কার্যালয়ের রোগ নিয়ন্ত্রণ বিভাগের মেডিকেল অফিসার ডা. মো. নুরুল হায়দার জানান, ওই রোগীর ডেঙ্গু এনএসওয়ান পজিটিভ ছিল। তার ডায়াবেটিস, প্রেসারসহ অন্যান্য সমস্যাও ছিল।

পরবর্তীতে অসুস্থ অবস্থায় বাদশা মোল্লার ‘মাল্টি অর্গান ফেইলর’ হয়েছে উল্লেখ করে তিনি বলেন, এসব কারণে বাদশা মোল্লা মারা গেছেন বলে হাসপাতাল থেকে জানানো হয়েছে।

এই প্রথম চট্টগ্রাম নগরীতে কোনো ডেঙ্গু আক্রান্ত ব্যক্তির মৃত্যুর বিষয়ে সরকারি সংস্থার পক্ষ থেকে নিশ্চিত করা হল।

বাংলাদেশে এ বছর এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বর ভয়াবহ রূপ নিয়েছে। অর্ধলক্ষাধিক আক্রান্ত হওয়ার পাশাপাশি প্রায় দুইশ জনের মৃত্যুর খবরও এসেছে।