• ২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ , ২২শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

সিলেটে পরিবহন ধর্মঘট স্থগিত

admin
প্রকাশিত সেপ্টেম্বর ১, ২০১৯
সিলেটে পরিবহন ধর্মঘট স্থগিত

বাংলার আলো ডেস্ক :::::::: ৫ দফা দাবি আদায়ের লক্ষ্যে সড়ক পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের ডাকা পরিবহণ ধর্মঘট স্থগিত করা হয়েছে। সোমবার থেকে সিলেটসহ পাঁচ জেলায় অনির্দিষ্টকালের ধর্মঘটের ঘোষণা দিয়েছিলো পরিবহিন মালিক-শ্রকিদকের সংগঠন।

রোববার (১ সেপ্টেম্বর) রাতে প্রশাসনের আশ্বাসের ভিত্তিতে সিলেট, হবিগঞ্জ, সুনামগঞ্জ, মৌলভীবাজার, ব্রাহ্মণবাড়িয়ায় অনির্দিষ্টকালের জন্য ডাকা পরিবহন ধর্মঘট স্থগিত করে সড়ক পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদ।

সিলেটেটুড২৪কে এ তথ্য নিশ্চিত করে সিলেট পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের কোষাধ্যক্ষ মানিক আহমেদ জানান, আজ রাতে বিভাগীয় কমিশনারের কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে প্রশাসন আমাদের আশ্বাস দিলে আমরা এ ধর্মঘট স্থগিত করি।

এর আগে সিলেট পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি) মো. কামরুল আহসান ও সিলেটের বিভাগীয় কমিশনার মো. মোস্তাফিজুর রহমানের সাথে বৈঠকে বসেন সিলেট পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের নেতৃবৃন্দ।

বৈঠকে সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ আশ্বাস দেন সিলেট-সুনামগঞ্জ রুটে এখন থেকে চারটি বিআরটিসির বাস চলাচল করবে। এমন আশ্বাসের ভিত্তিতে স্থগিত করা হয় সোমবার থেকে সিলেট বিভাগের চারটি জেলায় একসাথে শুরু হতে যাওয়া অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট।

প্রসঙ্গত, গত ২৮ আগস্ট বুধবার দক্ষিণ সুরমা বাবনাস্থ প্রধান কার্যালয়ে সিলেট বিভাগ ও ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের উদ্যোগে আয়োজিত এক সভা থেকে সিলেট-সুনামগঞ্জ সড়কে চালুকৃত বিআরটিসি বাস সার্ভিস প্রত্যাহার, মহাসড়কে চেকিংয়ের নামে পরিবহন শ্রমিকদের উপর পুলিশি নির্যাতন বন্ধসহ ৫ দফা দাবি আদায়ের লক্ষ্যে আগামীকাল সোমবার থেকে সিলেট, হবিগঞ্জ, সুনামগঞ্জ, মৌলভীবাজার, ব্রাহ্মণবাড়িয়ায় অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট ডাক দেয় সড়ক পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদ। তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত শ্রমিকদের ঐক্যবদ্ধ থেকে দাবি আদায়ে ধর্মঘট চালিয়ে যাওয়ার আহ্বান জানানো হয় সে সভার মাধ্যমে।