• ২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ , ২২শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

কমলগঞ্জের ২২ মামলার ওয়ারেন্টভুক্ত আসামি বগুড়া থেকে গ্রেপ্তার

admin
প্রকাশিত সেপ্টেম্বর ৪, ২০১৯
কমলগঞ্জের ২২ মামলার ওয়ারেন্টভুক্ত আসামি বগুড়া থেকে গ্রেপ্তার

বাংলার আলো ডেস্ক :::::::: মৌলভীবাজারের কমলগঞ্জের ২২টি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি খলিল মিয়া (৩৭) নামে এক ব্যক্তিকে বগুড়া থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) বগুড়ার শাজাহানপুর থানা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। সে কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নের আধকানী গ্রামের মৃত বাজিদ উল্লার ছেলে। বুধবার (৪ সেপ্টেম্বর) তাকে মৌলভীবাজার আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার কমলগঞ্জ থানার ওসি আরিফুর রহমানের নির্দেশে এএসআই গোলাম মোস্তফা, এএসআই আনিসুর রহমান, এএসআই রিপন সরকারসহ একদল পুলিশ বগুড়া জেলার শাজাহানপুর থানা এলাকায় অভিযান চালায়। অভিযানে ৪টি সিআর (সাজা), ৭টি ডাকাতি মামলা, ৮টি জিআর, ৩টি সাধারণ সিআরসহ মোট ২২টি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি খলিল মিয়াকে আটক করা হয়।

কমলগঞ্জ থানার ওসি আরিফুর রহমান আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, বুধবার আসামী খলিল মিয়াকে মৌলভীবাজার আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।