
বাংলার আলো ডেস্ক :::::::: সিলেট মহানগর পুলিশ (এসএমপি)-এর অতিরিক্ত কমিশনার হিসেবে যোগ দিয়েছেন মো. শফিকুল ইসলাম। গত মঙ্গলবার তিনি নতুন কর্মস্থলে যোগ দেন।
এসএমপি’তে যোগদানের পুর্বে তিনি বাংলাদেশ পুলিশের “টেলিকমিউনিকেশন এন্ড ইনফরমেশন ম্যানেজমেন্ট”(টিএন্ডআইএম) সদর দপ্তরে কর্মরত ছিলেন।
এসএমপি’র গণমাধ্যম শাখা সূত্রে জানা যায়, পুলিশ সদরদপ্তরের আদেশে শফিকুল ইসলাম অতিরিক্ত পুলিশ কমিশনার যোগদান করেন। পরবর্তীতে বুধবার এসএমপি’র কমিশনার গোলাম কিবরিয়া বিপিএম সাক্ষরিত এক আদেশে তাকে অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম ও অপারেশন) হিসেবে পদায়ন করা হয়।
শফিকুল ইসলাম ১৮তম বিসিএস এর মাধ্যমে সহকারী পুলিশ সুপার হিসেবে পুলিশ বাহিনীতে যোগদান করেন। তাঁর বাড়ি রাজশাহী জেলায়।