• ১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ , ২১শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

দিরাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল দুজনের

admin
প্রকাশিত সেপ্টেম্বর ১১, ২০১৯
দিরাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল দুজনের

বাংলার আলো ডেস্ক :::::::: সুনামগঞ্জের দিরাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে দুজনের মৃত্যু হয়েছে।

বুধবার (১১ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার ভাটিপাড়া পূর্বপাড়া সংলগ্ন খালে এ ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন- ব্রাহ্মণবাড়িয়া উপজেলার পানেরস্বর গ্রামের নবাব মিয়া ছেলে মামুন মিয়া (২৮) ও হাবুল্লাহ (৩০)।

প্রত্যক্ষদর্শী ও নৌকার মাঝি সুজন মিয়া জানান, ভৈরব থেকে ইট বিক্রি করতে আসা নৌকা বুধবার সকালের দিকে ভাটিপাড়া পূর্বপাড়া সংলগ্ন খাল দিয়ে পার হওয়ার সময় ঝুলে থাকা বিদ্যুতের তারের সংস্পর্শে আসলে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।

দিরাই থানার অফিসার ইনচার্জ ওসি কেএম নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে।