• ২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ , ২২শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

তিন বছরের মেয়েকে নিয়ে ট্রেনের নিচে মায়ের ‘আত্মহত্যা’

admin
প্রকাশিত সেপ্টেম্বর ১৬, ২০১৯
তিন বছরের মেয়েকে নিয়ে ট্রেনের নিচে মায়ের ‘আত্মহত্যা’

বাংলার আলো ডেস্ক :::::::: নীলফামারীতে এক নারী তিন বছরের মেয়েসহ ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন বলে পরিবার অভিযোগ করেছে।

সোমবার (১৬ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে নীলফামারীর দারোয়ানি রেলস্টেশনের কাছে খুলনা থেকে ছেড়ে চিলাহাটিগামী রূপসা এক্সপ্রেসের নিচে পড়ে তারা নিহত হন।

নিহতরা হলেন- সদর উপজেলার সোনারায় ইউনিয়নের ধনিপাড়া গ্রামের তারেক রহমানের স্ত্রী টুলটুলি বেগম (২৩) ও মেয়ে বিষ্টি।

টুলটুলির ভাই বেলাল হোসেন অভিযোগ করেন, তার স্বামী তারেক কোনো কাজ করে না। নেশাগ্রস্ত হয়ে আমার বোনকে সময়-অসময় নির্যাতন করত। এই নির্যাতন সহ্য করতে না পেরে টুলটুলি তার তিন বছরের মেয়েকে নিয়ে ট্রেনের নিচে ঝাঁপিয়ে পড়ে আত্মহত্যা করে।

পুলিশও এ ঘটনাকে আত্মহত্যা বলে জানিয়েছে।

সৈয়দপুর রেলওয়ে থানার এসআই ফিরোজুল ইসলাম জানান, টুলটুলি তার মেয়েকে সঙ্গে নিয়ে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন তিনি।