• ২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ , ২২শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

বন্দরবাজার থেকে ইয়াবাসহ আটক দুই

admin
প্রকাশিত সেপ্টেম্বর ১৭, ২০১৯
বন্দরবাজার থেকে ইয়াবাসহ আটক দুই

বাংলার আলো ডেস্ক :::::::: সিলেট নগরীর বন্দরবাজার থেকে ৩০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে ডিবি পুলিশ।

সোমবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যা পৌনে ৭টায় লালবাজারের একটি আবাসিক হোটেলের সামনে থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- সুনামগঞ্জের দিরাইয়ের গোলাপনগর গ্রামের সামছুল হকের ছেলে কামাল হোসেন (২৯) ও মুন্সীগঞ্জের শ্রীনগরের শেখ আহমদের ছেলে শেখ মোশাররফ হোসেন (৩৫)।

পুলিশ জানায়, তারা দীর্ঘদিন যাবত সিলেট শহরের বিভিন্ন আবাসিক হোটেলের কক্ষ ভাড়া নিয়ে মাদকদ্রব্য মজুদ রেখে সিলেট শহরের বিভিন্ন স্থানে মাদকসেবীদের নিকট বিক্রি করতো।

এসআই জয়নাল আবেদীন বাদী হয়ে আসামিদের বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় এজাহার দায়ের করেছেন। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর বিষয়টি প্রক্রিয়াধীন আছে।

গণমাধ্যমে প্রেরিত সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. জেদান আল মুসা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।