
বাংলার আলো ডেস্ক :::::::: মৌলভীবাজারের কমলগঞ্জ থানা এলাকা থেকে হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব।
র্যাব-৯ এর পক্ষ থেকে অতিরিক্ত পুলিশ সুপার মো. মনিরুজ্জামান সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার গোপন সংবাদের ভিত্তিতে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সদর কোম্পানি, সিলেট ক্যাম্পের একটি আভিযানিক দল মেজর মো. শওকাতুল মোনায়েমের নেতৃত্বে এএসপি খালেকসহ মৌলভীবাজার জেলার কমলগঞ্জ থানা এলাকায় আসামি গ্রেপ্তার অভিযান পরিচালনা করেন। অভিযানে মৌলভীবাজার জেলার কমলগঞ্জ থানাধীন মাজেরচর থানা এলাকা থেকে সিলেট জেলার বিশ্বনাথ থানার (বিশ্বনাথ থানার জি আর ১১৭/০৪ ধারা: ৩০২/৩৪ পেনালকোড) হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ১ জন পলাতক আসামিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামির নাম ও ঠিকানা- আশরাফ হুসেন @ ময়না মিয়া (৫০), পিতা: মৃত সোনাফর আলী, সাং- পূর্বপাড়া নোয়াগাঁও, থানা: বিশ্বনাথ জেলা: সিলেট।
গ্রেপ্তারকৃত আসামিকে বিশ্বনাথ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।