
বাংলার আলো ডেস্ক :::::::: ‘সিলেটে রবীন্দ্রনাথ: শতবর্ষ স্মরণোৎসব’ উদযাপন পর্ষদের যুগ্ম সদস্য সচিব পদ থেকে পদত্যাগ করেছেন সম্মিলিত সাংস্কৃতিক জোট সিলেটের সভাপতি আমিনুল ইসলাম চৌধুরী লিটন।
সোমবার (২১ অক্টোবর) রাতে তিনি অনুষ্ঠান উদযাপন পর্ষদের আহবায়ক ও সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন।
আমিনুল ইসলাম চৌধুরী লিটনের পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন উদযাপন পর্ষদের সদস্য সচিব ও সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী।
তিনি বলেন, ‘সিলেটে রবীন্দ্রনাথ: শতবর্ষ স্মরণোৎসব’ উদযাপন পর্ষদের যুগ্ম সদস্য সচিব পদ থেকে আমিনুল ইসলাম লিটন পদত্যাগপত্র গতকাল রাতে আহবায়কের কাছে জমা দিয়েছেন। বিষয়টি পর্ষদের আহবায়ক সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত দেখবেন।