
ইসলাম ধর্ম নিয়ে ব্যঙ্গ ও কটুক্তি কারীদের ফাসিঁর আইন পাশ সহ ছয় দফা দাবি আদায়ে সারা দেশের মতো সিলেটে “সচেতন মুসলিম জনতার” ব্যানারে সিলেটের তৌহিদী মুসলিম জনতা গতকাল নগরীতে মিছিল ও মানব বন্ধন করেন। বোরহানউদ্দিন উপজেলায় চার জনের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে গতকাল ২২ অক্টোবর বেলা ১১ টায় সিলেট নগরীর কৌর্ট পয়েন্টে মানববন্ধনের আয়োজন করা হয়। দাবিগুলি ধৃত কার্যকর না করা হলে ইসলামপন্হী বিভিন্ন দল ও সংগঠনগুলি বৃহত্তর আন্দোলনের হুসিয়ারি দেন।
ভোলার বোরহানউদ্দিন উপজেলায় চার জন নিহত হওয়ায় আন্দোলনকারী সংগঠনগুলি পুলিশকে দায়ী করেন। ভোলার পুলিশ সুপার (এসপি) ও বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) প্রত্যাহারের দাবি জানান । কটুক্তিকারী বিপ্লবের ফাসি, নিহতদের ক্ষতিপূরণ, আহতদের চিকিৎসা, গ্রেফতার কৃতদের মুক্তি সহ সুষ্ঠু তদন্তের দাবি জানানো হয়। যদিও এরমধ্যে পুলিশ প্রমাণ পেয়েছে বিপ্লব চন্দ্র বৈদ্য উরপে শুভ তার ফেইসবুক একাউন্ট হ্যাক করা হয়েছে এবং তার কাছে চাদা দাবি করা হয়েছিল। একই সঙ্গে নবীকে কটুক্তিকারী বিপ্লব সহ সিলেটের আলোচিত সমালোচিত ব্যক্তি প্রবাসী অনুপ পালের ফাসিঁর দাবীতে মানববন্ধন করেন। দাবি না মানলে বড় ধরনের কর্মসূচি নেওয়ার ও হুমকি দিয়েছেন আন্দোলনকারী সংগঠনগুলি।
উল্লেখ্য, গত ১৮ অক্টোবর হিন্দু সম্প্রদায়ের বিপ্লব চন্দ্র বৈদ্য (২৫) ওরফে শুভ নিজের ফেইসবুক আইডি হ্যাক হওয়ায় ভোলার বোরহানউদ্দিন থানায় জিডি করেন। তার ফেইসবুক একাউন্ট থেকে নবীকে নিয়ে কুরুচি পূর্ন একটি মেসেইজ ভাইরাল হয়। পুলিশ বিপ্লবের একাউন্ট হ্যাক হবার প্রমাণ পায় এবং শরীফ ও ইমন নামের দুই মুসলিম যুবককে গ্রেফতার করে। উক্ত ঘটনায় কথিত বক্তব্যের জেরে একটি পক্ষ উত্তেজনা ছড়ালে ২০ অক্টোবর রবিবার সকাল ১১ টায় বোরহানউদ্দিন উপজেলা সদরের ঈদগাহ মাঠে প্রতিবাদ সভার ঘোষণা দেওয়া হয়। পুলিশ সেখানে সর্তক অবস্থান নিলেও একটি গ্রুপ ঈদগাহ ময়দানে প্রবেশ করে উপস্থিত মুসল্লিদের উত্তেজিত করতে থাকে এবং পুলিশের ওপর হামলা চালায়। পরে ইউএনও ও নির্বাহী ম্যাজিস্টেট্রের নির্দেশে পুলিশ টিয়ার শেল, রাবার বুলেট ও গুলি চালায়। এই ঘটনায় চার জন নিহত হন। সহিংস বিক্ষোভ ও পুলিশের গুলির ঘটনার কিছু পর পরই সেখানকার হিন্দুদের ব্যবসা প্রতিষ্ঠান, মন্দির এবং বাড়িঘরে হামলা চালায় অজ্ঞাত সংখ্যক বিক্ষুদ্ধ জনতা এসময় তারা মন্দিরের প্রতিমা ভাঙচুর, ব্যবসা প্রতিষ্ঠানে হামলা এবং বসতবাড়িতে অগ্নিসংযোগ এর ঘটনা ঘটায়।

এ ঘটনাকে উল্লেখ করে প্রবাসী অনুপ পাল তার টুইটার একাউন্ট থেকে বিগত ২০ অক্টোবর ইসলাম ধর্ম নিয়ে কটুক্তি করা একটি পৌষ্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে তিনি আবারও সমালোচনায় চলে আসেন। বিগত কয়েক বছর যাবত অনুপ পাল ইসলাম ধর্মকে কটাক্ষ করে লেখালিখি করে আসছে যা সিলেটের তৌহিদী জনতা বিভিন্ন সময়ে তার বিরুদ্ধে অভিযোগ এনে সিলেট জেলাপ্রশাসক বরাবরে অনুপ পালের ফাসিঁর দাবিতে লিখিত অভিযোগ দায়ের করেন এবং গতকাল সিলেট প্রেসক্লাবে তার বিরুদ্ধে ফাসিঁর দাবীতে স্বারকলিপি পেশ করেন।
উক্ত জনসভাকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার স্বার্থে পুলিশ ও র্যাবের টহল ছিল সিলেট নগর জুড়ে। জেলার নব নিযুক্ত এসপি ফরিদ উদ্দিন জানান সাধারণ জনগণের স্বার্থ ও জানমাল নিরাপত্তার জন্য শহর জুরে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
নাম না বলার শর্তে স্হানীয় ব্যবসায়ী সহ বিভিন্ন স্তরের জনতা এবং বিশ্লেষকরা বলেছেন গনতন্ত্র অনুপস্থিত থাকায় এবং সরকার “হেফাজতে ইসলামকে” প্রশ্রয় দেয়ার কারণে ধর্মকে পুঁজি করে বিশৃঙ্খলা পরিস্থিতি সৃষ্টির সুযোগ অনেকে নিচ্ছে। তারা আরও বলেন বাংলাদেশের সংখ্যালঘু ওপর নির্যাতনের সঠিক বিচার হয়না বলেই প্রতিনিয়ত চলছে হিন্দুদের উপর বর্বর অত্যাচার। প্রেস-বিজ্ঞপ্তি।