• ২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ , ২২শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

দক্ষিণ সুরমা শ্রীরামপুর বাজারে বিএনপি নেতার ব্যবসা প্রতিষ্ঠানসহ ৬টি দোকানে আগুন

admin
প্রকাশিত অক্টোবর ১৩, ২০১৯
দক্ষিণ সুরমা শ্রীরামপুর বাজারে বিএনপি নেতার ব্যবসা প্রতিষ্ঠানসহ ৬টি দোকানে আগুন

দক্ষিণ সুরমা প্রতিনিধি : দক্ষিণ সুরমা শ্রীরামপুর বাজারে প্রবাসী বিএনপি নেতা ছইদুর রহমানের ব্যবসা প্রতিষ্ঠানসহ ৬টি দোকানে আগুন লাগিয়েছে দুবৃর্ত্তরা।   শুক্রবার দিবাগত গভীর রাতে কুচাই ইউনিয়নের শ্রীরামপুর বাজারে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে বলে প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়। অগ্নিকান্ডে ১০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এলাকাবাসী জানান, শুক্রবার দিবাগত গভীর রাতে শ্রীরামপুর বাজারে প্রবাসী বিএনপি নেতা ছইদুর রহমানের ব্যবসা প্রতিষ্ঠানসহ একটি ভূষিমাল, ও জুতার দোকান এবং দুটি গুদামে অগ্নিকান্ড ঘটে। বাজারের ব্যবসায়ীরা আগুনের লেলিহান শিখা দেখে ফায়ার সার্ভিসকে খবর দেন। আলমপুর ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এর আগেই ৬টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। এলাকাবাসী জানান, প্রবাসী বিএনপি ছইদুর রহমানের বাড়ি দক্ষিণ সুলতানপুর গ্রামে। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির রাজনীতির সাথে জড়িত ছিলেন। এরই ধারাবাহিকতায় বর্তমান আওয়ামী লীগ সরকারের স্থানীয় নেতারা দীর্ঘ ১ বছর পূর্ব থেকে ছইদুর রহমানের পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি দিয়ে আসছে। গত জাতীয় নির্বাচনের আগেও ছইদুরের বাড়িতে নির্বাচনকে কেন্দ্র করে হামলা চালায় আওয়ামী লীগের নেতাকর্মীরা। এরই প্রেক্ষিতে ছইদুরের ব্যবসা প্রতিষ্ঠানে আগুন লাগানো হতে পারে বলে ধারণা স্থানীয় বাসিন্দাদের।