• ১৮ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ , ২০শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

নিখোঁজের একদিন পর বাড়ির পুকুরে শিশুর ভাসমান লাশ

admin
প্রকাশিত নভেম্বর ৫, ২০১৯
নিখোঁজের একদিন পর বাড়ির পুকুরে শিশুর ভাসমান লাশ

  বাংলার আলো ডেস্ক ::::::::  সুনামগঞ্জের ছাতকে নিখোঁজের একদিন পর শিশু সালমান আহমদের (৭) ভাসমান লাশ পাওয়া গেছে বাড়ির পুকুরে।

মঙ্গলবার (৫ নভেম্বর) সকালে বাড়ির পুকুর থেকে তার লাশ উদ্ধার করে স্বজনরা।

সালমান ছৈলা আফজালাবাদ ইউনিয়নের গোপালনগর গ্রামের রমিজ আলীর ছেলে ও গোপালনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র।

সোমবার বিকেল থেকে সালমান আহমদের সন্ধান পাওয়া যাচ্ছিল না। রাত পর্যন্ত ঘরে না ফেরায় নিখোঁজ সালমানকে সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। আজ সকালে বাড়ির পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়।

ইউপি চেয়ারম্যান গয়াছ আহমদ বিষয়টি নিশ্চিত করে বলেন, পরিবারের লোকজনের অজান্তে সে পুকুরের পানিতে ডুবে মারা গেছে বলে ধারণা করা হচ্ছে। স্থানীয় প্রশাসনকে বিষয়টি অবহিত করা হয়েছে।