• ১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ , ২১শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

মাধবপুরে পরোয়ানাভুক্ত চার আসামি গ্রেপ্তার

admin
প্রকাশিত নভেম্বর ৫, ২০১৯
মাধবপুরে পরোয়ানাভুক্ত চার আসামি গ্রেপ্তার

বাংলার আলো ডেস্ক :::::::: হবিগঞ্জের মাধবপুর থানা পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পরোয়ানাভুক্ত চার আসামিকে গ্রেপ্তার করেছে।

মঙ্গলবার (৫ নভেম্বর) ভোর রাতে পরোয়ানাভুক্ত ৪ আসামিকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- মাধবপুর উপজেলার শিমুলঘর গ্রামের শহিদ মিয়া (৩০), একই গ্রামের তকছির মিয়া (৪০), রিয়াজনগর গ্রামের রফিক মিয়া (৩৮) একই গ্রামের মনোয়ারা বেগম (৪০)।

মাধবপুর থানার অফিসার ইনচার্জ কেএম আজমিরুজ্জামান জানান, তারা ফৌজদারি মামলায় আদালতের নির্দেশে গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে পলাতক ছিল। তাদের গ্রেপ্তার করে মঙ্গলবার সকালে হবিগঞ্জ বিচারিক আদালতে সোপর্দ করা হয়েছে।