• ১১ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৮শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ , ১৩ই শাওয়াল, ১৪৪৬ হিজরি

বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ আটক

admin
প্রকাশিত নভেম্বর ২৮, ২০১৯
বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ আটক

বাংলার আলো ডেস্ক :::::::: বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহম্মেদকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) দুপুর দেড়টার দিকে হাই কোর্ট সংলগ্ন মৎস্য ভবনের মোড় থেকে তাকে আটক করা হয়।

ঢাকা মহানগর পুলিশের রমনা জোনের সহকারী কমিশনার শেখ মো. শামীম গণমাধ্যমকে মেজর (অব.) হাফিজকে আটকের তথ্য নিশ্চিত করেছেন।

আটকের পর তাকে শাহবাগ থানায় নেয়া হয়েছে বলেও জানান তিনি। ২৬ নভেম্বর হাই কোর্টের সামনে গাড়ি ভাংচুর ও পুলিশের উপর হামলার ঘটনায় শাহবাগ থানায় দায়ের করা মামলায় তাকে আটক করা হয়েছে বলে জানা যায়।

এর আগে একই দিন সকাল ১০টার দিকে হাই কোর্টের ফটকের সামনে থেকে বিএনপির যুগ্ম-মহাসচিব খায়রুল কবির খোকনকে পুলিশ আটক করে পুলিশ।