• ১১ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৮শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ , ১৩ই শাওয়াল, ১৪৪৬ হিজরি

পিকআপ চাপায় পুলিশ সদস্য নিহত

admin
প্রকাশিত নভেম্বর ২৮, ২০১৯
পিকআপ চাপায় পুলিশ সদস্য নিহত

বাংলার আলো ডেস্ক :::::::: কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলায় পিকআপ ভ্যান চাপায় জাহিদুল ইসলাম (২০) নামে পুলিশের এক সদস্য নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) ভোররাতে উপজেলার পিরিজপুর এলাকায় ভৈরব-কিশোরগঞ্জ সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত জাহিদুল গাজীপুরের শ্রীপুর উপজেলার নোয়াগাঁও গ্রামের আব্দুল গণির ছেলে। তিনি বাজিতপুর থানায় কনস্টেবল পদে কর্মরত ছিলেন।

বাজিতপুর থানার পরিদর্শক (তদন্ত) সারোয়ার জাহান জানান, রাতে ডিউটিরত অবস্থায় পিরিজপুর আমলিতলা এলাকায় জাহিদুল গাড়ি থেকে নামলে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যান তাকে চাপা দেয়। এতে গুরুতর আহত হন জাহিদুল। উদ্ধার করে ভাগলপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জাহিদুলকে চাপা দেওয়ার পরপরই পিকআপ ভ্যানটি পালিয়ে যায় বলেও জানান তিনি।