
সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জ জেলা সদরে মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করাকে কেন্দ্র করে ক্ষমতাসীন আওয়ামীলীগের দু গ্রুপের মধ্যে সংঘর্ষ এবং ফরহাদ হোসেন নামে একজন ছাত্রলীগ নেতাকে হত্যা করা হয়েছে।
ঘটনার বিবরণে জানা যায়, ২১ শে ফেব্রুয়ারি ২০১৯ সোমবার মধ্যরাতে সুনামগঞ্জ জেলা শহরের ট্রাফিক পয়েন্টে অবস্থিত “শহীদ মিনারে” পুষ্পস্তবক অর্পণ করে স্হানীয় আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ এতে সর্বপ্রথম পুষ্পস্তবক অর্পণ করা নিয়ে নূরুল হুদা মুকুট ও এমপি মান্নান গ্রুপের মধ্যে ধাক্কা ধাক্কি শুরু হয় একপর্যায়ে হাতাহাতি শুরু হলে ঘটনাটি বিশাল আকার ধারণ করে। দু গ্রুপের নেতৃবৃন্দ দেশীয় অশ্র নিয়ে এক গ্রুপ আরেক গ্রুপকে এলোপাতাড়ি মারতে থাকে এতে ঘটনাস্থলেই এমপি মান্নান গ্রুপের একজন ছাত্রলীগ নেতা ফরহাদ হোসেন মৃত্যু বরণ করে। মৃত ফরহাদ হোসেন স্হানীয় নতুন পাড়া নিবাসী জনাব নাসির উদ্দিন আহমেদ সাহেবের ছেলে। হত্যাকারীরা তার লাশ নগরীর ট্রাফিক পয়েন্টের ঠিক শহীদ মিনারে পাশে অবস্থিত সিটি ফার্মেসির সামনে ফেলে রেখে যায়। ঘটনার পর পরই এলাকায় দুগ্রুপের মধ্যে থমথমে অবস্থা বিরাজ করছে। ঘটনার পরপরই পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে জেলা শহরের হাসপাতালে মর্গে প্রেরণ করে। এদিকে উভয় গ্রুপ মামলার প্রস্তুতি নিচ্ছে এবং শহরের জানমাল নিরাপত্তার স্বার্থে পুলিশ মোতায়েন করা হয়েছে।