
গোয়াইনঘাট প্রতিনিধি :
সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলার আলীর গ্রামে রুশনা (১৭) নামে এক কিশোরীকে ধর্ষণ শেষে শ্বাসরুদ্ধ করে হত্যা করা হয়েছে। নিহত রুশনা আলীর গ্রামের
সাহেদের মেয়ে। গতকাল সকালে বাড়ির পাশ্ববর্তী একটি পরিতাক্ত ঘর থেকে তার মরদেহ উদ্ধার করে গোয়াইনঘাট থানা পুলিশ। এ ঘটনায় রুশনার পিতা সাহেদ বাদী হয়ে গোয়াইনঘাট থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন। মামলার আসামী একই গ্রামের প্রদিপ কুমার দাসের বড় ছেলে প্রশান্ত কুমার দাস। পুলিশ প্রশান্তকে গ্রেফতার করার জন্য চারিদিকে অভিযান অব্যাহত রেখেছে। গোয়াইনঘাট থানার এসআই সুয়াইব আহমদ সাংবাদিকদের জানান, আসামী প্রশান্ত এর সাথে রুশনার ভালোবাসার সর্ম্পক ছিলো। প্রশান্তের নৈতিক চরিত্র খারাপ থাকায় সে ভালোবাসার নামে রুশনার সাথে বিয়ের প্রলোভনে অবৈধ মেলামেশা করতো। রুশনা বিয়ের জন্য প্রশান্তকে
চাপ সৃষ্ঠি করলে সে রুশনাকে ধর্ষণ শেষে হত্যার পর পলাতক রয়েছে। এআই সুয়াইব আহমদ আরো জানান, প্রশান্তের বিরুদ্ধে ২০১৫ সালে থানায় দায়ের করা মাদক
মামলাও রয়েছে। মাদক মামলায় প্রশান্তের পিতা প্রদিপ কুমার দাস জামিনে থাকলেও প্রশান্তকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। তবে অচিরেই প্রশান্তকে গ্রেফতার করা হবে বলে জানান তিনি।