
দক্ষিণ সুরমা উপজেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য শাহ্ আতিকুর রহমান টিটুকে গ্রেপ্তারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সিলেট জেলা যুবদল।
বুধবার (২৮ জুলাই) সিলেট জেলা যুবদলের আহ্বায়ক সিদ্দিকুর রহমান পাপলু ও সদস্য সচিব মকসুদ আহমদ এক বিবৃতিতে এই নিন্দা ও প্রতিবাদ জানান।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, দেশে যখনই সরকারের প্রতিবাদ করা হয়, তখনই সরকার পুলিশ বাহিনী দিয়ে জাতীয়তাবাদী আদর্শের সৈনিদের ওপর হামলা-নির্যাতন চালায়। বিরোধী দলের মতামতকে দমিয়ে রাখতে সরকার পুলিশ বাহিনী দিয়ে জাতীয়তাবাদী আদর্শের সৈনিদের ওপর হামলা, নির্যাতন ও মামলা দিচ্ছে। দমন পীড়নের অংশ হিসেবে যুবদল নেতা আতিকুর রহমান টিটুকে গ্রেপ্তার করেছে পুলিশ। যা অত্যন্ত নিন্দনীয় ও গর্হিত কাজ।
নেতৃবৃন্দ, অবিলম্বে জেলা যুবদল নেতা আতিকুর রহমান টিটুর ওপর দায়েরকৃত মামলা প্রত্যাহারের জোর দাবি জানান এবং নিঃশর্ত মুক্তি দাবি করেন।