• ২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ , ২২শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

আতিকুর রহমান টিটুকে গ্রেপ্তার, সিলেট জেলা যুবদলের নিন্দা

admin
প্রকাশিত জুলাই ২৯, ২০২১
আতিকুর রহমান টিটুকে গ্রেপ্তার, সিলেট জেলা যুবদলের নিন্দা

দক্ষিণ সুরমা উপজেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য শাহ্ আতিকুর রহমান টিটুকে গ্রেপ্তারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সিলেট জেলা যুবদল।

বুধবার (২৮ জুলাই) সিলেট জেলা যুবদলের আহ্বায়ক সিদ্দিকুর রহমান পাপলু ও সদস্য সচিব মকসুদ আহমদ এক বিবৃতিতে এই নিন্দা ও প্রতিবাদ জানান।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, দেশে যখনই সরকারের প্রতিবাদ করা হয়, তখনই সরকার পুলিশ বাহিনী দিয়ে জাতীয়তাবাদী আদর্শের সৈনিদের ওপর হামলা-নির্যাতন চালায়। বিরোধী দলের মতামতকে দমিয়ে রাখতে সরকার পুলিশ বাহিনী দিয়ে জাতীয়তাবাদী আদর্শের সৈনিদের ওপর হামলা, নির্যাতন ও মামলা দিচ্ছে। দমন পীড়নের অংশ হিসেবে যুবদল নেতা আতিকুর রহমান টিটুকে গ্রেপ্তার করেছে পুলিশ। যা অত্যন্ত নিন্দনীয় ও গর্হিত কাজ।

নেতৃবৃন্দ, অবিলম্বে জেলা যুবদল নেতা আতিকুর রহমান টিটুর ওপর দায়েরকৃত মামলা প্রত্যাহারের জোর দাবি জানান এবং নিঃশর্ত মুক্তি দাবি করেন।