
চলমান লকডাউনের বিধিনিষেধে বাস চলাচলে নিষেধাজ্ঞা থাকলেও কাউন্টার খোলা রেখে টিকিট বিক্রির খবর পেয়ে মামুন ও কর্ণফুলী বাস কাউন্টার ২টি বন্ধ করে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এসময় বিধিনিষেধ অমান্য করায় ব্যক্তি ও প্রতিষ্ঠানকে পৃথক ৪টি মামলায় ২ হাজার ৩০০ টাকা জরিমানা করা হয়।
সোমবার (৯ আগস্ট) দুপুরে পৌর শহরের বাস স্ট্যান্ড এলাকায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে সংক্রমণ রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন ২০১৮ ও দণ্ডবিধি ১৮৬০ মোতাবেক ৪টি মামলায় এ জরিমানা আদায় করা হয়। ভ্রাম্যমাণ আদালতের পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাখন চন্দ্র সূত্রধর।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা কালে উপজেলা প্রশাসন ও সেনা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক মাখন চন্দ্র সূত্রধর বলেন, করোনাভাইরাসের সংক্রমণ রোধে উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী যৌথভাবে কাজ করে যাচ্ছে। সরকারি নির্দেশনা বাস্তবায়নে উপজেলা প্রশাসন তৎপর রয়েছে। দূরপাল্লার বাস ছেড়ে যাওয়ার প্রস্তুতির খবর পেয়ে ২টি বাস কাউন্টার বন্ধ করে দেওয়া হয়। এছাড়াও বিধিনিষেধ অমান্য করায় ৪টি মামলায় জরিমানা আদায় করা হয়েছে।