• ২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ , ২২শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

গণধর্ষণ হত্যাসহ একাধিক মামলায় পলাতক ছাতক ছাত্রদলের সেক্রেটারী এম,এ,খান দুলালকে হন্যে হয়ে খোঁজছে পুলিশ

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ১৭, ২০১৬

স্টাফ রিপোর্টার
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সুনামগঞ্জ জেলার ছাতক থানা কমিটির সেক্রেটারী এম, এ, খান দুলাল দীর্ঘদিন ধরে পলাতক ও আত্মগোপনে রয়েছেন। তাকে গ্রেফতারের জন্য হন্যে হয়ে খোঁজছে পুলিশ। তার বিরুদ্ধে সন্ত্রাসী হামলা, গণধর্ষণ ও হত্যাসহ বেশ কয়েকটি মামলা বিচারাধীন রয়েছে। এ সব মামলায় এম, এ, খান দুলাল পলাতক রয়েছেন। ইতোমধ্যে পুলিশ কয়েকবার তার বিভিন্ন জায়গায় হানা দিয়েও তাকে খোঁজে পায়নি। গত কয়েকদিন ধরে সে একটি গণধর্ষণসহ হত্যা মামলায় পালিয়ে আত্মগোপানে চলে গেছেন। ছাতক থানা ছাত্রদলের পলাতক সেক্রেটারী এম, এ, খান দুলাল সুনামগঞ্জ জেলার ছাতক থানার সিংগেরকাচ গ্রামের মোনায়েম খান ও মৃত দয়ারুন নেছার পুত্র।
জানা গেছে, ২০১৫ সালের ২৫ মার্চ ছাতক থানায় দায়ের করা একটি দাঙ্গা ও সংঘর্ষের মামলায় এম,এ,খান দুলাল এজাহারভুক্ত ২ নং আসামী। এ মামলায় জামিনে গিয়ে সে পলাতক হয়ে গেছেন।
অন্যদিকে ২০১৬ সালের ১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবসের রাতে সিলেট নগরের রোজভিউ থেকে তাহমিনা নামের এক তরুণীকে অপহরণ ও গণধর্ষণ করে এম, এ, খান দুলাল ও তার সহযোগীরা। গণধর্ষণের ফলে ওই তরুণীর মৃত্যু ঘটে। এ ঘটনায় সিলেটের একটি থানায় মামলা হলে দুলালের বন্ধু এনায়েত হোসেন পাটওয়ারি ও রফিকুল ইসলাম অপুকে গ্রেফতার করে পুলিশ। এ মামলায় গ্রেফতার এড়িয়ে এম, এ, খান দুলাল পলাতক রয়েছে।পলাতক থাকায় তার পূর্বের মামলায় থাকা জামিনও বাতিল হয়ে গেছে।
তাহমিনা গণর্ধষণ ও হত্যা মামলার রায়ে ছাত্রদল ‘সন্ত্রাসী’ এম, এ, খান দুলালের বিরুদ্ধে মৃত্যদণ্ড হতে পারে। তাই তাকে ধরতে একের পর এক তল্লাশী অভিযান চালিয়ে যাচ্ছে পুলিশ। আর গ্রেফতার এড়াতে আত্মগোপনে রয়েছেন ছাতক থানা ছাত্রদলের সেক্রেটারী এম, এ, খান দুলাল।
এ বিষয়ে ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) আলী আকবর চৌধুরী জানান, ছাত্রদল নেতা দুলালের বিরুদ্ধে গণধর্ষণ হত্যাসহ একাধিক মামলায় গ্রেফতারী পরোয়ানা রয়েছে। তাকে গ্রেফতারে পুলিশের তল্লাশী অভিযান চলছে।