• ১৬ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩রা বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ , ১৮ই শাওয়াল, ১৪৪৬ হিজরি

ওসমানীনগর থানার ওসির মৃত্যুর ঘটনায় মামলা, গ্রেফতার ৪০

admin
প্রকাশিত ডিসেম্বর ১৭, ২০১৪
ওসমানীনগর থানার ওসির মৃত্যুর ঘটনায় মামলা, গ্রেফতার ৪০

ডেস্ক রিপোর্ট
ওসমানীনগর থানার ওসি মো. মোস্তাফিজুর রহমানের মৃত্যুর ঘটনায় আজ বুধবার সন্ধ্যায় মামলা দায়ের করা হয়েছে। থানার এসআই আনোয়ার হোসেন বাদী হয়ে এ মামলা দায়ের করেন বলে জানা গেছে। মামলায় ১০০ জনের নাম উল্লেখ করে অন্তত ৭০০ জনকে আসামি করা হয়েছে। মামলা নং-০৯। বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট জেলার পুলিশ সুপার নূরে আলম মিনা। এ ঘটনায় এখন পর্যন্ত ৪০ জনকে গ্রেফতার করা হয়েছে।
এজাহার সূত্রে জানা তথ্যমতে মামলার আসামীরা হলেন, গোয়ালাবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান মানিক মিয়া (৪২), যুবদল নেতা মুক্তার আহমদ বকুল (৫০), ইউনিয়ন শ্রমিকদলের প্রচার সম্পাদক মোহাম্মদ জাহেদ মিয়া (২৪), বিএনপি নেতা আছাদ মিয়া (৫৫), ছাত্রদল নেতা মোহাম্মদ মাজেদ মিয়া (১৮), বিএনপি নেতা জয়নাল আবেদীন, মাহমদ আলী, পিয়ার আলী, ইউসুফ চৌধুরী, রুহেল আহমদ, করিম বক্্র, গোলাম কিবরিয়া, ফরহাদ মেম্বার, দেলোয়ার আহমেদ, সমুজ আলী, আমফাক আহমেদ, সমছু মিয়া, এন ইউ চেরাগ আলী, সুমন শিকদার প্রমুখ।
পুলিশ সুপার জানান, ময়না তদন্ত শেষে গত মঙ্গলবার রাত ৮টায় সিলেট পুলিশ লাইন্স মাঠে ওসি মোস্তাফিজের প্রথম জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। পরে রাত সাড়ে ৯টায় ওসমানী নগর থানা চত্বরে তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। রাতে লাশ নিয়ে কুমিল্লায় তার গ্রামের বাড়িতে যান স্বজনরা। সেখানে আজ বুধবার বাদ যোহর জানাযা শেষে দাফন সম্পন্ন করা হয়েছে। নিহত ওসি মোস্তাফিজুর রহমানের গ্রামের বাড়ি কুমিল্লা সদর উপজেলার মোগলীটুলা গ্রামে। তিনি এক মাস পূর্বে ওসমানীনগর থানার ওসি হিসাবে যোগ দেন। উল্লেখ্য গত মঙ্গলবার ওসমানীনগরের গোয়ালাবাজার দু’দল শ্রমিকের মধ্যে সংঘর্ষ বাঁধে। সংঘর্ষ থামাতে গিয়ে গিয়ে ওসি মোস্তাফিজুর রহমান আকস্মিক অসুস্থ হয়ে রাস্তায় পড়ে যান। বিকাল পৌনে ৪টার দিকে তিনি মারা যান।