
সিলেট জেলা শ্রমিক দলের আহবায়ক কমিটি অনুমোদন দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল। ১১ সদস্যের কমিটিতে মো. সোরমান আলীকে আহবায়ক এবং মো. নুরুল ইসলামকে সদস্য সচিবের দায়িত্ব দেয়া হয়।
বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইন ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম খান নাসিম স্বাক্ষরিত চিঠিতে এই কমিটি অনুমোদন দেয়া হয়।
সিলেট জেলা শ্রমিক দলের আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক আব্দুর রহমান, শাহ আব্দুল মুকিত, আবুল হোসেন মেম্বার ও আলী আকবর রাজন। জুমেল আহমদ জুমেল, ফয়সল আহমদ টিপু, রুকনুজ্জামান, শেখ রাসেল ও নিজাম উদ্দিনকে আহবায়ক কমিটির সদস্য করা হয়।