• ২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ , ২২শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

বিয়ানীবাজারে হত্যা ও ডাকাতির ঘটনায় মামলা দায়ের : আসামীরা পলাতক

admin
প্রকাশিত ডিসেম্বর ৪, ২০১৬
বিয়ানীবাজারে হত্যা ও ডাকাতির ঘটনায় মামলা দায়ের : আসামীরা পলাতক

বিয়ানীবাজার প্রতিনিধি::::::
গত ১ ডিসেম্বর বিয়ানীবাজার উপজেলার জামাল প্লাজায় পাহারাদার আনোয়ার মিয়া হত্যাকান্ড ও ডাকাতির ঘটনায় বিয়ানীবাজার থানায় মামলা দায়ের করা হয়েছে। নিহত আনোয়ার মিয়ার পিতা শাহজাহান মিয়া বাদী হয়ে তিনজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরো কয়েকজনকে আসামী করে গতকাল থানায় ৩৯৪/৩৯৫/৩৯৬/৩০২ ধারায় হত্যা ও ডাকাতি মামলা দায়ের করেন।

মামলা নং- ২৪, তারিখ-০৩/ ১২/ ২০১৬ইং। মামলার আসামীরা হলেন, বিয়ানীবাজার উপজেলার খশির রামনগরের মো. আজিজুর রহমানের ছেলে জায়দুল হক, একই উপজেলার ছরিয়া গ্রামের আব্দুল করিমের পুত্র বিয়ানীবাজার যুবদলের সাধারণ সম্পাদক এনাম আহমদ, শেওলা গ্রামের বশির আলীর ছেলে উপজেলা যুবদলের প্রচার সম্পাদক কবির আহমদসহ অজ্ঞাতনামা আরো ৫/৬জন।

উল্লেখ, আসামীরা গত ১ ডিসেম্বর জামাল প্লাজায় পাহারাদার আনোয়ার মিয়াকে হত্যার পর মার্কেটের বিভিন্ন দোকানের তালা ভেঙে নগদ অর্থসহ ব্যাপক লুটপাট চালায়। আসামীদের গ্রেফতারের জন্য পুলিশ অভিযান অব্যাহত রেখেছে।