• ২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ , ২২শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

ইতালির সবচেয়ে বয়স্ক ব্যাক্তির মৃত্যু

admin
প্রকাশিত জানুয়ারি ২, ২০২৪
ইতালির সবচেয়ে বয়স্ক ব্যাক্তির মৃত্যু

ইতালির সবচেয়ে বয়স্ক ব্যক্তি মারা গেছেন। ১১১ বছর বয়সী এই ব্যক্তির নাম ত্রিপোলি জিয়ান্নি। দেশটির তাসকানি প্রদেশের লিভোর্নো কর্তৃপক্ষের উদ্ধৃতি দিয়ে ‘লা স্ট্যাম্পা’ সংবাদপত্র এই খবর দিয়েছে। খবর তাস’র। জিয়ান্নি ৩১ ডিসেম্বর সেসিনা কমিউনিটিতে তার বাড়িতে মারা যান। এই সময় তার পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। সংবাদপত্রের খবরে বলা হয়, তিনি ১৯১২ সালে সেসিনায় জন্মগ্রহণ করেন। তিনি ইতালীয় সেনাবাহিনীর বারসাগ্লিয়েরি পদাতিক দলের সদস্য ছিলেন। জিয়ান্নি দু’টি বিশ্বযুদ্ধ এবং এক ডজন পোপের নির্বাচনসহ অসংখ্য ঐতিহাসিক ঘটনার প্রত্যক্ষ সাক্ষী। তিনি ইতালির রাজতন্ত্র এবং প্রজাতন্ত্রও প্রত্যক্ষ করেন।