• ২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ , ২২শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

জগন্নাথপুরে চোরাই ৯টি গরু উদ্ধার, গ্রেপ্তার ১

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ১০, ২০২৪
জগন্নাথপুরে চোরাই ৯টি গরু উদ্ধার, গ্রেপ্তার ১

সুনামগঞ্জের জগন্নাথপুর থানা পুলিশের অভিযানে চুরি যাওয়া ৯টি গরু উদ্ধার ও চোরচক্রের এক সদস্যকে গ্রেপ্তার করে শুক্রবার (৯ ফেব্রুয়ারি) সুনামগঞ্জ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।  পুলিশ জানায় গত ৩ ফেব্রুয়ারি উপজেলার মীরপুর ইউনিয়নের হাছানফাতেমাপুর গ্রামের নূর উদ্দিনের তিনটি গরু চুরি হয়। এ বিষয়ে তিনি জগন্নাথপুর থানায় মামলা দায়ের করলে পুলিশ তদন্তে নামে এবং সন্দেহজনক উপজেলার উত্তর গড়গড়ি গ্রামের হিরন মিয়া নামে একজনকে গ্রেপ্তার করে।  পরে তার দেওয়া তথ্য অনুযায়ী উপজেলার গড়গড়ি গ্রামের এক ব্যক্তির বাড়ি থেকে ৯টি চোরাই গরু উদ্ধার করা হয়।   জগন্নাথপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আমিনুল ইসলাম বলেন, উদ্ধার হওয়া গরুগুলোর মধ্যে নুর উদ্দিনের দুটি গরু রয়েছে। এছাড়াও আরও ৭টি চোরাই গরু পাওয়া যায়। গরুগুলো পুলিশ হেফাজতে রয়েছে। চোরচক্রের সদস্যকে জেল হাজতে পাঠানো হয়েছে।