• ১১ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৮শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ , ১৩ই শাওয়াল, ১৪৪৬ হিজরি

বিয়ানীবাজারে গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ১৩, ২০২৪
বিয়ানীবাজারে গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

বিয়ানীবাজারে হেলাল উদ্দিন (৫৩) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে বিয়ানীবাজার থানা পুলিশ।  রোববার রাতে বিয়ানীবাজার পৌর শহরের কিচেন মার্কেট থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৫০০’শ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। হেলাল উদ্দিন বিয়ানীবাজার পৌরসভার নয়াগ্রামের মৃত জালাল উদ্দিনের ছেলে।  পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের একটি চৌকস দল বিয়ানীবাজার উপজেলার নয়াগ্রাম এলাকা থেকে একই গ্রামের হেলাল উদ্দিনকে আটক করে। এসময় তার দেহ তল্লাশি করে ৫০০’শ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।  বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ দেবদুলাল ধর গাঁজাসহ এক জনকে আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। মাদকবিরধী অভিযানের অংশ হিসাবে পুলিশের অভিযান অব্যহত থাকবে বলেও জানান তিনি।