• ২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ , ২২শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

খেলতে গিয়ে পানিতে প্রাণ গেল মিমের

admin
প্রকাশিত নভেম্বর ১৮, ২০২৪
খেলতে গিয়ে পানিতে প্রাণ গেল মিমের

সিলেটের গোয়াইনঘাটে পানিতে ডুবে মিম আক্তার (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। মিম উপজেলার টুকইর যথনাথা গ্রামের আলী হোসেনের মেয়ে।

 

আজ সোমবার (১৮ নভেম্বর) দুপুরে উপজেলার রুস্তমপুর ইউনিয়নের টুকইর যথনাথা গ্রামে এ ঘটনা ঘটে।

 

জানা গেছে, মিম দুপুরে খেলতে গিয়ে সবার চোখের আড়ালে বাড়ির পাশের ডুবার পানিতে পড়ে যায়। স্বজনরা ডুবার পানি থেকে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে। পরে তাকে গোয়াইনঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মিমকে মৃত ঘোষণা করেন।

 

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার তোফায়েল আহমেদ।