• ১৮ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ , ২০শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

শাল্লায় জাতীয়তাবাদী কৃষকদলের সমাবেশ অনুষ্ঠিত

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ১৫, ২০২৫
শাল্লায় জাতীয়তাবাদী কৃষকদলের সমাবেশ অনুষ্ঠিত

শাল্লা প্রতিনিধি: বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষ্যে সারাদেশে তিন মাসব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের অংশ হিসেবে সুনামগঞ্জ জেলার শাল্লা উপজেলার ৩নং বাহাড়া ইউনিয়নে জাতীয়তাবাদী কৃষকদলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৫ ফেব্রুয়ারী) বিকালে বাহাড়া ইউনিয়নের মেদা বাজারে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

শাল্লা উপজেলা বিএনপির নেতা মোঃ বাদশা মিয়ার সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক একরামুল হোসেন এবং যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলামের যৌথ সঞ্চালনায় বক্তব্য রাখেন, শাল্লা উপজেলা বিএনপি নেতা সিরাজুল ইসলাম সিরাজ, নিত্যানন্দ দাস নিতাই, শান্তূ মিয়া। উপজেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক আক্তার হোসেন। উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মাহবুব হোসেন শিশু, সাবেক যুবদলের সহ-সভাপতি আবু সাইদ।

এছাড়াও সমাবেশে উপস্থিত ছিলেন এলাকার নানান শ্রেণী পেশার মানুষ।