• ১১ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৮শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ , ১৩ই শাওয়াল, ১৪৪৬ হিজরি

বড়লেখায় আরফাত রহমান কোকো স্মৃতি নাইট মিডিয়াম বার ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ১৬, ২০২৫
বড়লেখায় আরফাত রহমান কোকো স্মৃতি নাইট মিডিয়াম বার ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

মৌলভীবাজারের বড়লেখায় আরফাত রহমান কোকো স্মৃতি নাইট মিডিয়াম বার ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। শনিবার (১৫ ফেব্রুয়ারি) রাতে বৃহত্তর গাজিটেকার আয়োজনে বড়লেখা রেলওয়ে যুবসংঘ মাঠে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।

উদ্বোধনী খেলায় ১-০ গোলে বারইগ্রামকে হারিয়ে চুকারপুঞ্জি জয়লাভ করেছে।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টুর্নামেন্ট পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা জিয়া পরিষদের সাধারণ সম্পাদক কয়েছ আহমদ।

এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বড়লেখা উপজেলা বিএনপির আহ্বায়ক ও ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদিন।

টুর্নামেন্ট পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মিছবাহ উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নছিব আলী, যুগ্ম আহ্বায়ক মুজিবুর রহমান খসরু, পৌর বিএনপির সাবেক সভাপতি আনোয়ারুল ইসলাম, পৌর বিএনপির আহ্বায়ক মীর মখলিছুর রহমান, যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম খোকন, সদস্য আলতাফ হোসেন, ক্রীড়া সংগঠক সাইফুল আলম রাসেল, টুর্নামেন্ট পরিচালনা কমিটির কোষাধ্যক্ষ আবু হানিফ জাকারিয়া প্রমুখ।