
নিজস্ব প্রতিবেদক ::
সিলেট ৩ আসানের সাবেক এমপি ও আওয়ামী লীগ নেতা পলাতক হাবিবুর রহমান হাবিবের অন্যতম সহযোগি ছাত্রলীগ ক্যাডার খালেদ হাসান মিলুর বিরুদ্ধে গ্রেফতারি পরওয়ানা জারি করেছেন আদালত। গতকাল ৪ ফেব্রুয়ারী অতিরিক্ত চীফ মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট আদালতের বিচারক হারুন আহমদ এক আদেশে গ্রেফতারি পরওয়ানা জারি করেন। পলাতক খালেদ হাসান মিলু মোগলাবাজার রেঙ্গা হাজিগঞ্জ ধরমপুর গ্রামের আতাউর রহমানের পুত্র। সে মোগলাবাজার ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি। তার বিরুদ্ধে দক্ষিণ সুরমা থানার মামলা নং-০৩ তারিখ-১৫/০১/২০২৫ ইং, জি.আর-১৮১/২০২৫ ইংরেজী, ধারাঃ ১৪৭/১৪৮/১৪৯/৩২৩/৩২৪/৩২৬/১১৪/৩৪ পেনালকোডসহ ১৯০৮ সনের বিস্ফোরক উপাদানবলী আইনের ৩/৪ ধারায় মামলা চলমান।