• ২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ , ২২শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

মোগলাবাজারে প্রবাসী সাবেক ছাত্রদল নেতা সাইফুলের বাড়িতে হামলার অভিযোগ, নিরাপত্তাহীণতায় পরিবার

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ১১, ২০২৫
মোগলাবাজারে প্রবাসী সাবেক ছাত্রদল নেতা সাইফুলের বাড়িতে হামলার অভিযোগ, নিরাপত্তাহীণতায় পরিবার

দক্ষিণ সুরমা প্রতিনিধি
দক্ষিণ সুরমার মোগলাবাজার ইউনিয়নের হোসেনপুর গ্রামের বাসিন্দা যুক্তরাজ্য প্রবাসী সাবেক ছাত্রদল নেতা ও শিক্ষক মো. সাইফুল ইসলামের বাড়িতে হামলার অভিযোগ উঠেছে। হামলাকারীরা সাইফুলের পরিবারের সদস্যদের প্রাণে মেরে ফেলারও হুমকি দিচ্ছে। এমন অভিযোগ করেছেন সাইফুলের মা মোছাঃ আমিরুন বেগম। এমন পরিস্থিতিতে চরম নিরাপত্তাহীণতায় ভোগছে সাইফুলের পরিবার।
জানা যায়, দেশে থাকা অবস্থায় মো. সাইফুল ইসলাম জাতীয়তাবাদী ছাত্রদল দক্ষিণ সুরমা উপজেলা শাখার সহ শিক্ষা বিষয়ক সম্পাদক ছিলেন। যুক্তরাজ্য পাড়ি দেয়ার পর তিনি সেখানেও বিএনপির রাজনীতির সাথে জড়িয়ে পড়েন। এছাড়া সাইফুল অন্যতম পেশাজীবি সংগঠন বাংলাদেশ সম্মিলিত পেশাজীবি পরিষদেরও অন্যতম নেতা ছিলেন। পেশাজীবি নেতা হওয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন সময়ে দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে তিনি লেখালেখি করছেন। যেকারনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা তার উপর ক্ষেপে যান। তারা সাইফুলকে নানাভাবে প্রাণে মেরে ফেলার হুমকি দিচ্ছেন। এমনকি গত রোববার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা সাইফুলের বাড়িতে হামলা ও ভাংচুর চালিয়েছেন বলে তার মা আমিরুন বেগম অভিযোগ করেছেন। এসময় সাইফুলের পরিবারের সদস্যদের হুমকি দিয়ে এসেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। এতে তাদের জীবন চরম হুমকির সম্মুখীন হয়ে পড়েছে। এছাড়া সাইফুলের মা আরো অভিযোগ করেছেন, বিগত আওয়ামীলীগ সরকারের আমলে তার ছেলের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা থাকায় পুলিশ ও যৌথ বাহিণীর লোকজন প্রায়ই সাইফুলের খোঁজে তাদের বাড়িতে যায়। যেকারনে উভয় ক্ষেত্রে চরম বিপদ ও আতঙ্কে রয়েছে তাদের পরিবার।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সিলেটের সভাপতি আখতার হোসেন বলেন, যতটুকু জানতে পেরেছি সাইফুল নামের একজন লোক বিদেশে বসে দেশের বর্তমান সরকারের বিরুদ্ধে অপপ্রচার করছেন। এ বিষয়টির হয়তো প্রতিবাদ জানিয়েছে আমাদের নেতাকর্মীরা। এর বাইরে কোন মন্তব্য করতে রাজী হননি তিনি।