• ২৮শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ , ৩০শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

কাষ্টঘর থেকে সোহেল ও রাসেল আটক

admin
প্রকাশিত এপ্রিল ২৬, ২০২৫
কাষ্টঘর থেকে সোহেল ও রাসেল আটক

সিলেট মহানগর পুলিশের অভিযানে দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। আজ শনিবার বিকেল চারটার দিকে তাদের মহানগরের কাষ্টঘর এলাকা থেকে গ্রেফতার করা হয়।

 

গ্রেফতারকৃতরা হলেন- সোহেল মির্জা (৩৪) ও মো. রাসেল পাটোয়ারী (৩০)। গ্রেফতারকালে তাদের কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

 

সিলেট মহানগর পুলিশ জানায়, তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ দমন আইনে মামলা রুজু করে আদালতে সোপর্দ করা হয়েছে।