• ১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ , ২১শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

সেরা টি-টোয়েন্টি একাদশে যারা জায়গা করে নিয়েছেন 

admin
প্রকাশিত ডিসেম্বর ২৯, ২০১৭
সেরা টি-টোয়েন্টি একাদশে যারা জায়গা করে নিয়েছেন 

বাংলার আলো ডেস্ক ::::::: ক্রিকেটের জনপ্রিয় সাইট ক্রিকবাজ ২০১৭ সালের সেরা টি-টোয়েন্টি একাদশ প্রকাশ করেছে। তবে সেই তালিকায় নেই কোনো ভারতীয় ব্যাটসম্যান। সেরা একাদশে যারা আছেন: ১. এভিন লুইস ( ওয়েস্ট ইন্ডিজ) ৩১ ম্যাচ, ১২৫ রান, ৪০.১৪ গড়, ১৬০.০৫ স্ট্রাইক রেট। ২. আলেক্স হেলস (ইংল্যান্ড) ১৯ ম্যাচ, ৬৩৩ রান, ৩৭.২৩ গড়, ১৯১.২৩ স্ট্রাইক রেট। ৩. এবিডি ভিলিয়ার্স (দক্ষিন আফ্রিকা) ২১ ম্যাচ, ৭৬২ রান, ৪৪.২৩ গড়, ১৫৬.৯৯ স্ট্রাইক রেট। ৪. জস বাটলার (ইংল্যান্ড) ৪০ ম্যাচ, ১০৩৪ রান, ২৮.৭২ গড়, ১৩৫.৬৯ স্ট্রাইকরেট। ৫. ডেভিড মিলার (দক্ষিন আফ্রিকা) ২৭ ম্যাচ, ৭৬৬ রান, ৪০.৩১ গড়, ১৪২.৯১ স্ট্রাইক রেট। ৬. কাইরেন পোলার্ড (ওয়েস্ট ইন্ডিজ)। ৭. সুনীল নারিন (ওয়েস্ট ইন্ডিজ) ৬৪ ম্যাচ, ৭৬০ রান, ৬২ উইকেট। ৮. রশিদ খান (আফগানিস্তান) ৫৩ ম্যাচ, ৭৪ উইকেট। ৯. ভুবনেশ্বর কুমার (ভারত) ২১ ম্যাচ, ৩১ উইকেট। ১০. জাসপ্রিত বুমরাহ (ভারত) ২৫ ম্যাচ, ৩২ উইকেট। ১১. মোহাম্মদ আমির (পাকিস্তান) ২৮ ম্যাচ, ৩৪ উইকেট।