• ৪ঠা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ২১শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ , ৬ই শাওয়াল, ১৪৪৬ হিজরি

❛এমন নিয়মে হার হজম করা খুব কঠিন❜

admin
প্রকাশিত জুলাই ১৫, ২০১৯
❛এমন নিয়মে হার হজম করা খুব কঠিন❜

TOPSHOT - New Zealand's captain Kane Williamson reacts on the pitch after the 2019 Cricket World Cup final between England and New Zealand at Lord's Cricket Ground in London on July 14, 2019. - England won the World Cup for the first time as they beat New Zealand in a Super Over after a nerve-shredding final ended in a tie at Lord's on Sunday. (Photo by Dibyangshu Sarkar / AFP) / RESTRICTED TO EDITORIAL USE (Photo credit should read DIBYANGSHU SARKAR/AFP/Getty Images)

বাংলার আলো ডেস্ক :::::::: ২৪১ রান করেছে নিউ জিল্যান্ড। ওই রান তাড়ায় ইংল্যান্ডও থেমেছে ২৪১ রানেই। সুপার ওভারে ফয়সালা করতে গিয়েও একই সমান সমান হাল। এবার ইংল্যান্ডে আগে ব্যাট করেছে ১৫ রান, নিউ জিল্যান্ডও থেমেছে ওই ১৫ রানেই। সব কিছুইতেই সমান সমান। তবু চ্যাম্পিয়ন ইংল্যান্ড কারণ তাদের ২২ চারের বদলে ১৪ চার মেরেছে নিউ জিল্যান্ড।

নিউ জিল্যান্ড তাদের ২৪১ রানে মারে ১৪ চার আর ২ ছক্কা। ইংল্যান্ড ছক্কায় সমান থাকলেও চারে গেছে এগিয়ে। সুপার ওভার টাই করেও তাই টাই ভাঙানোর নিয়মের কব্জায় পড়ে নিউ জিল্যান্ড।

নিয়মটা আগে থেকেই জানা। কাজেই পছন্দ না হলে আপত্তিরও জোরালো গ্রাউন্ড পাচ্ছে না কিউইরা। অধিনায়ক ইয়ন মরগ্যান বাস্তবতা বুঝেদি তাই বললেন , ‘হ্যাঁ যখন আবেগ থাকে তীব্রতর তখন এই ধরণের নিয়ম হজম করা শক্ত। যখন দুই দলই চূড়ান্ত সাফল্যের জন্য খেলে, কঠোর পরিশ্রম দেয় তখন এই ধরণের কিছু আলাদা করলে মানতে কষ্ট হয়। কিন্তু এই নিয়ম তো খেলার আগেই ছিল।’

‘কেউই আসলে এরকম ধরনের কোন ফল চাইবে না। কারণ এটা হজম করা খুব কঠিন। যাইহোক দুর্দান্ত এক খেলা হয়েছে। সবাই নিশ্চয়ই উপভোগ করেছেন।’

রোববার লর্ডসে সুপার ওভারে গড়ানো লড়াই জিতে প্রথমবারের মতো বিশ্বকাপ জিতেছে ইংল্যান্ড।