
বাংলার আলো ডেস্ক :::::::: নিরপরাধ জাহালমের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলার ১১ তদন্ত কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় মামলা রুজু করেছে দুদক। বুধবার (২১ আগস্ট) এই সংক্রান্ত একটি প্রতিবেদন হাই কোর্টে জমা দেয় দুদক। ওই প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
উল্লেখ্য, সোনালী ব্যাংকের প্রায় সাড়ে ১৮ কোটি টাকা জালিয়াতির অভিযোগে আবু সালেক নামের এক ব্যক্তির বিরুদ্ধে মামলা করে দুদক। তবে সে সময় তদন্ত কর্মকর্তাদের ভুলে আবু সালেকের বদলে তিন বছর কারাভোগ করেন জাহালম। পরে গণমাধ্যমে প্রকাশিত একটি প্রতিবেদনের মাধ্যমে প্রকাশ পায় এই ঘটনা। আদালতের আদেশে ৩ ফেব্রুয়ারি রাতে গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে মুক্তি পান জাহালম।
পরবর্তীতে নিজেদের ভুলের জন্য দুঃখ প্রকাশ করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দেন দুদকের চেয়ারম্যান ইকবাল মাহমুদ।